শিরোনাম
◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জার্মানি, ব্রিটেন ও পোল্যান্ডে লকডাউন বিরোধী বিক্ষোভ, আটক শতাধিক

লিহান লিমা: [২] রোববার লন্ডনের হাইড পার্ক, সাউদাম্পটন, কারডিফ, গ্রাসগো ও নটিংহামে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বিধি-নিষেধ অমান্য করে লকডাউন বিরোধী বিক্ষোভ করা হয়। এই সময় পুলিশের সঙ্গে দ্বন্দ্বে গ্রেপ্তার হন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ভাই পিয়ারস করবিনসহ মোট ১৯ জন। মেট্রো, টিআরআই ওয়ার্ল্ড, ডেইলি মেইল

[৩]বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই মনে করছেন ‘ভুয়া ভাইরাস’ এর ফাঁদ ব্যবহার করে নাগরিক অধিকার দমন করা হচ্ছে।

[৪]জার্মানির কয়েকটি শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে জড়ো হন হাজারো অধিবাসী। তারা অর্থনৈতিক বিপর্যয়, নাগরিক অধিকার খর্বের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে। কিছু স্থানে বিক্ষোভকারীরা টিকা বিরোধী মত ব্যক্ত করেন ও ষড়যন্ত্রবাদী তত্ত্বের সপক্ষে কথা বলেন।

[৫]শনিবার জার্মানির স্টুটগার্টে ৫ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। ফ্রাঙ্কফুটে জড়ো হন প্রায় ১ হাজার ৫০০ ও মিউনিখে ১ হাজার বিক্ষোভকারী। তারা ‘করোনা ভুয়া’, ‘আইসোলেশন, মাস্ক, ট্রেসিং, ভ্যাকসিন-চলবে না’সহ লকডাউন বিরোধী নানা ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভ করেন। বার্লিনে ২০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বার্লিনের আলেকজান্দ্রা স্কয়ারে দেড় ফিট দুরুত্ব বজায় রেখে বিক্ষোভ নিয়ন্ত্রণে এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।

[৬]পোল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিরোধী দলের সিনেটর জেকেক বুরিসহ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়