কূটনৈতিক প্রতিবেদক : [২] পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়ে বলেছে, তিনি বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন।
[৩] এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন।
[৪] দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ে।
[৫] কূটনৈতিক ক্যারিয়ারে তিনি প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনেও দায়িত্ব পালন করছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার এ কূটনীতিক।
[৬] স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ থেকে স্নাতক, প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন মোস্তাফিজুর রহমান।