শিরোনাম
◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ২ হাজার ৩৮২ পুলিশ সদস্য করোনা শনাক্ত

সুজন কৈরী : [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

[৩] শুক্রবার পর্যন্ত সারাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ১৪১। বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৪৩। যার সংখ্যা বুধবার ছিল ১ হাজার ৯২৬ জন। মঙ্গলবার ছিল ১ হাজার ৮৭৮। সেমাবার ছিল ১ হাজার ৭৫৬ জন। রোববার ছিল ১ হাজার ৫৯৪।

[৪] শনিবার দুপুর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬১ জন। মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।

[৫] শনিবার দুপুরে সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা জানান, শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৪১ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৯০৯ ও বুধবার ছিল ৯০৭। মঙ্গলবার ৮৬৫। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন।

[৭] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা পজেটিভ পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয়সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালেও করোনা পজেটিভ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়