শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতব্যথা অবহেলা করবেন না

ডা. এম ইয়াছিন আলী : বাতব্যথা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন- শরীরের কোনো মাংশপেশিতে ব্যথা হলে বাতব্যথা বলে মনে করা হয় এবং ব্যথানাশক ওষুধ সেবন করে অনেকে। ওষুধ সেবনের পর ব্যথা কমে এবং ওষুধের কার্যকারিতা শেষ হলে আবার ব্যথা শুরু হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করেন কেউ কেউ। এতে আক্রান্ত ব্যক্তি কিডনি, লিভার ও হরমোনজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হন। এতে কিডনি বা লিভার ফেইলিউর হয় কারও কারও। আবার সঠিক চিকিৎসা গ্রহণ না করায় পঙ্গু হয়ে যাওয়ার একটা ঝুঁকিও থেকে যায়।

করণীয় : কোনো ব্যথাই অবহেলা করা যাবে না। চিকিৎসা নিতে হবে। ব্যথার কারণ নির্ণয় করতে হবে। অনেক কারণে ব্যথা হয়। তাই চিকিৎসক রোগীর রোগের বর্ণনা, ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকেন। একই ধরনের উপসর্গ থাকলেও রোগ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন-রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইত্যাদি রোগের উপসর্গ কাছাকাছি। তবে চিকিৎসা ভিন্ন।

তা ছাড়া অনেক ক্ষেত্রে রেফার্ড পেইনও হতে পারে। যেমন- কিছু কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা হয় ঘাড়ে। কিন্তু রোগী অসুবিধা বোধ করে হাতে। কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা কোমরে। কিন্তু রোগী অসুবিধা বোধ করে পায়ে। তাই রোগ নির্ণয় করা খুব জরুরি। রোগ নির্ণয় করে চিকিৎসা নিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। অনেক ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ছাড়াও ফিজিওথেরপি চিকিৎসার মাধ্যমে ব্যথা ভালো হয়ে যায়। নিজেকে ভালোবাসুন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন।

লেখক : চিফ কনসালট্যান্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়