শিরোনাম
◈ রাজধানীর কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো ব্যাটারি রিকশা চালকরা ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ মিরপুরে অটোরিকশা চালকদের অবরোধে ৩ বাস ভাঙচুর ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিটিটিসি প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে করোনা শনাক্তদের দেখতে হাসপাতাল পরিদর্শন

সুজন কৈরী : [২] মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলামের নেতৃত্বে উত্তরা পুলিশ লাইন্স দিয়োবাড়ি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, পল্লবী নতুন থানা ভবন এবং ইমপালস হাসপাতালে পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা শনাক্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

[৩] আইজিপি ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখাসহ তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন। তাদের নির্দেশনায় ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা শনাক্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

[৪] এরই ধারাবাহিকতায় মনিরুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন এব চিকিৎসাধীন সদস্যদের খোঁজখবর নেন। এ সময় ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনিসুর রহমান, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিসি মিশুক চাকমা, কাউন্টার টেরোরিজম বিভাগের এডিসি এসএম নাজমুল হক, আইএডির এডিসি কমিশনার শাহাদাত হোসেন ও সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) আরিফুল ইসলাম সরকার তার সঙ্গে ছিলেন। তারা করোনা শনাক্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

[৫] পরিদর্শন টিমের প্রধান মনিরুল ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানে করোনা করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা বড় কোনো অসুবিধা ছাড়াই ভাল আছেন। তাদের মধ্যে কিছু ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

[৬] ডিসি আনিসুর রহমান বলেন, শনাক্ত পুলিশ সদস্যদের মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে। আমরা তাদের কাছে ডিএমপি কমিশনারের বার্তা এবং তাদের কল্যাণে আইজিপির গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে তথ্য পৌঁছে দিয়েছি।

[৭] দেশে করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে জনগনের সুরক্ষায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও করোনা পজেটিভ হচ্ছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত ১ হাজার ৮৭৮ পুলিশ সদস্য করোনা পজেটিভি হয়েছেন। মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।

[৮] শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৬৫ জন রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪৮ জন পুলিশ সদস্য দিয়াবাড়ি, ৩৩ জন শহীদ পুলিশ স্মৃতি কলেজে, ২১ জন পল্লবী থানায় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন এবং ১৮৫ জন ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়