শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : [২] মহামারি করোনায় সিলেট বিভাগে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

[৩] বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে মোট ২৭৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮৬, সুনামগঞ্জে ৬০, হবিগঞ্জে ৯৩ ও মৌলভীবাজার জেলায় ৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন। এদের মধ্যে সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৫৩ ও মৌলভীবাজারে ১জন।

[৪] এদিকে, সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭ জন। এর মধ্যে সিলেটে ৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ১ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে- বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৬৪, সুনামগঞ্জে ৭২৫, হবিগঞ্জে ২৮২ ও মৌলভীবাজারে ৩৬৭ জন।

[৫] অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন। এদিকে, সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ৫জনের প্রাণ। এর মধ্যে সিলেটে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়