শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : [২] মহামারি করোনায় সিলেট বিভাগে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

[৩] বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে মোট ২৭৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮৬, সুনামগঞ্জে ৬০, হবিগঞ্জে ৯৩ ও মৌলভীবাজার জেলায় ৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন। এদের মধ্যে সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৫৩ ও মৌলভীবাজারে ১জন।

[৪] এদিকে, সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭ জন। এর মধ্যে সিলেটে ৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ১ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে- বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৬৪, সুনামগঞ্জে ৭২৫, হবিগঞ্জে ২৮২ ও মৌলভীবাজারে ৩৬৭ জন।

[৫] অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন। এদিকে, সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ৫জনের প্রাণ। এর মধ্যে সিলেটে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়