শিরোনাম
◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেসব নির্ণায়কের ওপর নির্ভর করে ছাড়পত্র পাবেন কোভিড-১৯ আক্রান্তরা

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ আক্রান্ত রোগীদের যে প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হবে সে বিষয়ে বিশেষ কিছু নির্ণায়ক নির্দিষ্ট করছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

[৪] অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, আমাদের কারিগরি কমিটি কোভিড-১৯ হাসপাতাল থেকে রোগী ছাড়ার বিষয়ে কিছু নির্ণায়ক নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্ণয়কগুলি যথাযথভাবে পালন করা হলে একজন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

নির্ণায়কগুলো হল:-

# জ্বর কমানো ওষুধ ব্যতিরেকে জ্বর সেরে গেলে।

# শ্বাসযন্ত্রের সংক্রমণ বা সমস্যা জনিত উপসর্গ এর লক্ষণীয় উন্নতি হলে।

# ২৪ ঘণ্টার পর পর দুটি আরটি পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে। উল্লেখ্য শুধুমাত্র নেজোফেঞ্জিয়ার সোয়াভের ক্ষেত্র।

# যদি দুটি আরটি পিসিআর পরীক্ষা করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে রোগীর যদি উপরোক্ত ১ ও ২ নির্ণয়ক গুলি পরবর্তী টানা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে তখন রোগীকে হাসপাতাল থেকে ছাড়া যাবে।

# হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রোগীর নিজ বাসা বা মনোনীত জায়গায় রোগীকে অবশ্যই আইসোলেশন বা অন্তরীণ এর নিয়ম মেনে চলতে হবে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর সেখানেই পরবর্তী ১৪ দিন অবস্থান করতে হবে।

# পরবর্তীতে সম্ভব হলে রোগীর নিজ বাসা বা মনোনীত জায়গায় এসে আরটি পিসিআর পরীক্ষার জন্য নমুনা দেওয়া যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়