শিরোনাম
◈ শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের শেষ চারে জায়গা পাকা ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার এবং রোজায় গর্ভবতী মায়ের পেঁপে, আনারস, না খাওয়াই ভালো: মাহমুদা আক্তার মৌসুমী

তরিকুল ইসলাম: [২] গর্ভবতী মায়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ এ পরামর্শ দিয়ে বলেন, জটিলতা না থাকলে ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শে রোযা রাখা যাবে।

[৩] ইফতারের শুরুতে ডাবের পানি, ফলের জুস (চিনি ছাড়া), লেবু পানি, লাচ্ছি, ইসবগুলের পানি, খেজুর জাতীয় খাবার দিয়ে শুরু করুন।

[৪] মাগরিবের নামাজ শেষে সবজি খিচুড়ি, ডিম ভূনা/ভর্তা, দই, চিড়া, কলা, মুড়ি, ভাত, মাছ, মাংস, শাক, নুডুলস, সাগু জাতীয় খাবার খেতে হবে।

[৫] তারাবি নামাজের পর চিকেন ভেজিটেবল স্যুপ, ফলের জুস, টক ফল, মুড়ি, ছোলা, পরিমিত ভাত, সবজি, মাছ, মাংস জাতীয় খাবার খেতে হবে।

[৬] ঘুমানোর আগে ১ গ্লাস দুধ এবং সপ্তাহে ২/৩ দিন এক মুঠো বাদাম খেতে হবে।

[৭] সাহরিতে পরিমিত আঁশযুক্ত খাবার যেমনঃ দুধ, ভাত, কলা, মাছ, মাংস, ফল, খেজুর জাতীয় খাবার খেতে হবে।

[৮] প্রতিদিন ১৭-১৮ গ্লাস পানি, পানি জাতীয় খাবার খেতে হবে।

[৯] ভাজা-পোড়া খাবার পরিহার করতে হবে।

[১০] নিয়মিত সকাল ১০টা-দুপুর ২ টার মধ্যে রোদে বসুন।

[১১] শাকসবজি ডিটারজেন্ট দিয়ে ধোওয়া যাবেনা।

[১২] অর্ধসিদ্ধ খাবার খাওয়া যাবেনা।

[১৩] খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে।

[১৪] গ্যাস হলে শুকনো মুড়ি, টক দইয়ের সাথে এক চিমটি গোল মরিচ গুঁড়ো/কালোজিরা দিয়ে খেতে হবে।

[১৫] প্রতিদিনের খাবারে একটি টক ফল ও একটি মিষ্টি ফল রাখতে হবে।

[১৬] চিকিৎসকের পরামর্শ অনুসারে আয়রন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়