শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় লুডু খেলায় বাজীর টাকাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আরএইচ রফিক : [২] বগুড়ায় লুডুর বাজীর টাকাকে কেন্দ্র করে বন্ধুর উপূর্যুপরি ছুরিকাঘাতে মানিক মিয়া ওরফে মানিক (২২)নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলা সদরে। নিহত মানিক গাবতলী পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার চা বিক্রেতা আবেদ আলীর ছেলে ।

[৩] পুলিশ ও এলাকাবাসীরা জানিয়েছে , গত কয়েক দিন ধোরে গাবতলী এলাকার বিভিন্ন স্থানে লুডু খেলা নিয়ে বাজী(জুয়া) চলে আসছিল। বুধবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে এলাকায় একই গ্রামের রিপন এর ছেলে নাহিদের সাথে লুডু খেলা নিয়ে বাজীর খেলা খেলছিল মানিক ও তার বন্ধু নাহিদ। খেলার এক পর্যায়ে বাজী জেতার টাকা নিয়ে দু’জনের মধ্য কোন্দল সৃষ্টি হয় । এর এ পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে নাহিদ । এতে মারাত্বক ভাবে আহত হয় মানিক। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করেন।

[৪] এ বিষয়ে গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) নূরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মানিক ও নাহিদ মাদকাশক্ত । বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে লুডু খেলায় বাজীর টাকা নিয়ে বিবাদে নাহিদের ছুরিকাঘাতে মানিক খুন হয় ।

[৫] তিনি আরো বলেন, ঘটনার পরপরই নাহিদ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়