শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শাজাহানপুরে ছিনতাই, ব্যাংকের ভল্টের চাবি ও ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

আরএইচ রফিক : [২]বগুড়ার শাজাহানপুরে সোনালী ব্যাংক ম্যানেজার সহ দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ছিনতাই করা ব্যাংকের ভল্টের চাবিসহ অন্যান্য জিনিসপত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।তবে এ ঘটনার সাথে জরিতদের চিহ্নিত এবঙ তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।

[৩] বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাজাপুর উত্তরপাড়া এলাকায় একটি বৃক্ষ বাগানের ভিতর থেকে লুন্ঠিত উদ্ধার করা হয় বলে পুলিশের দাবী । তবে ব্যাংক ম্যানেজারের লুন্ঠিত টাকা উদ্ধারের বিষয়ে পুলিশ কিছু জানায়নি। দুপুরে পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

[৪] শাজাহানপুর থানার একটি দায়িত্বশীল জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে উপজেলার সাজাপুর উত্তরপাড়া এলাকায় ভাদাই খালের দক্ষিন পাশে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের বৃক্ষ বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ম্যাকস ও ড্রীম এপেল লেখা কালো রংয়ের দুটি হ্যান্ড ব্যাগ ও একটি পিপিই উদ্ধার করা হয়।

[৫] ব্যাগ দু’টির ভিতর একগুচ্ছ চাবি, মতিউর রহমান নামে একব্যক্তির আইডি কার্ড, চেকবই, মটরসাইকেলের কাগজপত্র, মোবাইলের কভার, অপরিচিত ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি পার্স ব্যাগ, কমলা, কালো ও ধুসর রংয়ের তিনটি মাস্ক এবং এক ফাইল সেপনিল হ্যান্ড স্যানিটাইজার পাওয়া গেছে। উদ্ধার হওয়া জিনিসপত্র ছিনতাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তার বলে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন।

[৬] উল্লেখ্য, মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে বগুড়া-নাটোর সড়কের শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে নন্দিগ্রামে যাবার পথে মটরসাইকেল রোধ করে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার মতিউর রহমান এবং সিনিয়র অফিসার আতাউর রহমানকে ছুরিকাঘাত করে ব্যাংকের ভল্টের চাবিসহ ব্যাগ ছিনতাই করা হয় । এঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়