শেখ আদনান ফাহাদ : যদি নিজেকে অসাম্প্রদায়িক দাবি করেন, যদি দাবি করেন আপনি আওয়ামী করেন, তাহলে আপনাকে স্বীকার করতে হবে বাংলাদেশে মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মধ্যেই সাম্প্রদায়িকতা বেড়েছে। আরও স্বীকার করতে হবে বাঙালি মুসলমান আর বাঙালি হিন্দু সমাজ সবচেয়ে বেশি কাছাকাছি এসেছিল পাকিস্তান আমলে। চরম প্রতিকূল পরিস্থিতিতে বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল সবচেয়ে বেশি।
নিঃসন্দেহে বঙ্গবন্ধুর মতো শক্তিশালী নেতার নেতৃত্বে। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের যাত্রা আবার ব্রিটিশ আমলের দিকে। মুসলিম লীগ আর হিন্দু মহাসভার সিলসিলা আমরা ধরে রেখেছি। হিন্দুদের একটা অংশ বিজেপি, শিবসেনাকে আপন মনে করে আর মুসলমানদের একটা অংশ জামায়াতকে সাপোর্ট করে। বিজেপি মানেই হিন্দুদের দল নয়, আর জামায়াত মানেই মুসলমানদের প্রতিনিধি নয়, এটা যারা স্বীকার করতে পারবেন তারাই আওয়ামী লীগ। আপনিও শুধু হিন্দু হয়ে যাইয়েন না, আমিও শুধু মুসলমান হব না। ফেসবুক থেকে