আরিফ হোসেন: [২] দলটিতে নারী, শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে। গেল শনিবার কক্সবাজারে বঙ্গোপসাগরে একটি ছোট বোটে ভাসমান অবস্থা থেকে তাদের উদ্ধার করে নৌবাহিনী। ভাসানচরে রোহিঙ্গাদের পূনর্বাসন করায় উদ্বিগ্ন স্থানীয়রা। নিউজ২৪
[৩] ভাসানচরে রোহিঙ্গাদের পূনর্বাসনের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মান সহ ও সকল প্রস্ততি শেষ করলেও নানা জটিলতায় এ প্রক্রিয়া শুরু হয়নি।
[৪] তবে গেল শনিবার সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে উদ্ধার করে ণৌবাহিনী। এরপর ওই দিন রাতেই তাদের ভাসানচর আশ্রয় দেয়া হয়েছে। আপাতত তারা সেখানে থাকবেন। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
[৫] ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করায় উদ্বিগ্ন স্থানীয়রা। কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে বর্তমানে রয়েছে ১১লাখের বেশি রোহিঙ্গা ।