শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদিনহো একেবারে আলাদা এবং মেসির চেয়ে ভালো

আক্তারুজ্জামান : [২] কথাটি বলেছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক ডিফেন্ডার মার্টিন কার্দেতি। পিএসজিতে রোনালদিনহোর সঙ্গে খেলেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। তবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার।

[৩] লিওনেল মেসি ও রোনালদিনহো এক সঙ্গে বার্সেলোনায় খেলেছেন চার মৌসুম। বার্সেলোনার জার্সিতে ব্রাজিলিয়ান রোনালদিনহোর দ্যূতি ছড়ানোর সময় যাত্রা শুরু হয় আর্জেন্টাইন মেসির।

[৪] ফুটবলার থেকে শুরু করে ফুটবলপ্রেমী এমনকি কোচরাও মেসি-রোনালদিনহোর মধ্যে ব্যক্তিগত তুলনা টেনেছেন অনেকবার। কে সেরা এ নিয়ে নানা মতামত উঠে এসেছে। রোনালদিনহো পিএসজিতে থাকতে তার সতীর্থ ছিলেন মার্টিন কার্দেতি। কোচ হিসেবে তিনি মেসির চেয়ে রোনালদিনহোকেই প্রাধান্য দিতেন বলে জানিয়েছেন ইকুয়েডর সিরি এ লিগের মুছুক রুনা ক্লাবের এ কোচ।

[৫] কার্দেতি বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডারের সতীর্থ হওয়ায় তাকে সেরা বলতেই পারেন। তবে তিনি আর্জেন্টাইন বলেই অনেকের ভ্রু কুঁচকে যাবে।এক সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের মুখে মেসির মেয়ে রোনালদিনহো ভালো শুনলে তো অবাক হতেই হয়।

[৬] রোনালদিনহোকে নিয়ে কার্দেতি বলেন, 'কোচ হিসেবে দলের জন্য মেসির চেয়ে রোনালদিনহোকেই বেশি প্রাধান্য দেব।'

[৭] কার্দেতির ব্যাখ্যা, 'আমি রোনালদিনহোর সঙ্গে এক বছর খেলেছি। সে সৃষ্টিকর্তার স্পর্শধন্য খেলোয়াড়। অন্যদের চেয়ে আলাদা। সব সময় মজা দিতে পছন্দ করে। অনুশীলনে এমন কিছু রপ্ত করে যেন মাঠে প্রয়োগ করতে পারে। আমি তাঁর সঙ্গে খেলতে পেরে গর্বিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়