মাহমুদুল আলম : [২]যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।গবেষক দলের প্রধান বাংলাদেশী বংশোদ্ভূত অধ্যাপক তাহের সাইফ একাত্তর টেলিভিশনকে এই তথ্য জানান।
[৩] অধ্যাপক বলেন, তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষা করেছেন। যেখানে তরলের মধ্যে করোনাভাইরাসের আকারের কনা দেয়া ছিল।
[৪] কৃত্রিমভাবে হাঁচির গতিতে ওই তরল স্প্রে করলে দেখা যায় এন-৯৫ মাস্কের এপাশ থেকে ওপাশে তরল বেরিয়ে পড়ে ৫ শতাংশ। অর্থাৎ এটি ৯৫ শতাংশ নিরাপদ। যেখানে একইভাবে পরীক্ষা করে দেখা যায় গেঞ্জির কাপড় দিয়ে বানানো মাস্ক ৯৮ শতাংশ নিরাপদ।