শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম্মা জাহানারা ইমাম আমরা এখনো জেগে আছি

অঞ্জন রায় : গত শতকের শেষ দশক। সারা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সেই সময়েই তিনি পাবনায় এলেন। সঙ্গে অনান্য নেতারা। জনসভা হলো অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে বিশাল মঞ্চে। আমার দেখা পাবনার সবচেয়ে বড় জমায়েত ছিলো সেটি। জনসভা শেষ হলো তিনিসহ সবাই আমাদের বাড়িতে এলেন। মা একদিকে তখন সাংস্কৃতিক জোট আর মহিলা পরিষদের মূল দায়িত্বের কারণে ব্যস্ত, অন্যদিকে পাবনায় এমন ধরনের আয়োজন শেষে অতিথিরা প্রসাদ রায়ের বাড়িতে খাবেন এমনটাই রীতি। মা দুদিনের দ্রুত প্রস্তুতিতে অনেকগুলো পদ রান্না করেছিলেন। জননেতা আব্দুর রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক আব্দুল মান্নানসহ তিনি খেতে বসলেন। তার অসুস্থতার কথা সবার জানা, সে কারণেই তার জন্য আলাদা করে কম মসলা দেওয়া পাবদা মাছ আর মুরগি। সেই আলাদা আয়োজন দেখে তিনি হাসলেন, বললেন, মীরা বৌদি আজ আমি সবগুলো খাবার একটু একটু করে হলেও খাবো। পরম তৃপ্তির সঙ্গে খেয়ে উঠলেন। শরীরে ক্যান্সারের বসতি, তবু সেই রাতেই রওয়ানা হলেন আরেক জনপদের দিকে। তারপর ঢাকাতে বহু মিছিলে আম্মার পেছনে হেঁটেছি। কাজ করতাম আজকের কাগজে।
অ্যাসাইনমেন্ট কভার করা মানে দূরে দাঁড়িয়ে নোট নেওয়া নয়, মিছিলে একসঙ্গে স্লোগানে গলা মেলানো। শহীদুজ্জামান ভাই মূল স্টোরি কভার করতেন, আমি সাইড স্টোরি। এর মধ্যেই আম্মার শরীরের অবনতি হতে থাকলো, সেই সময়েই একদিন শহীদ মিনারে মোম প্রজ্বলনের একটা কর্মসূচি ছিলো। তার কাছ থেকে কয়েকহাত দূরে আমি। হঠাৎ তিনি ডাক দিলেন, এলাম সামনে। আমার হাতের মোমটি তখনো জ্বালানো হয়নি। তিনি নিজের হাতের মোমটি এগিয়ে দিলেন। বললেন, এটা নাও। নিলাম। আমার হাত কাঁপছে। শহীদজননী জাহানরা ইমামের হাতের আগুন আমার হাতে, আমি কাঁপছি। প্রথম তারুণ্যের ঘোরে তাকিয়ে আছি আম্মার মুখের দিকে। তিনি হাসলেন। হাতটা বাড়িয়ে স্পর্শ করলেন আমাকে। বললেন, দেখো এই দেশে রাজাকারদের বিচার হবেই। অনেক বছর চলে গেছে, আম্মা চলে গেছেন। আমরা সন্তানরা আছি, আমরা দেখেছি ইতিহাসের দায় শোধের ইতিহাস। শহীদজননী যে দাবিতে শরীরে ক্যান্সার নিয়ে ছুটে বেড়িয়েছেন বাংলাদেশে সেই দাবি বাস্তবায়ন হয়েছে। মহাজোট সরকার নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা বলেছিলো, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেছে। যুদ্ধাপরাধীদের বিচার চলমান। এর মধ্যেই সর্বোচ্চ বিচার শেষে ম্যানিলা রোপ স্পর্শ করেছে যুদ্ধাপরাধীদের গলা। যে গলাতে তারা বলতো, ‘একাত্তরে তারা ভুল করেনি, বাংলাদেশে কোনো যুদ্ধপরাধী নেই’। সেই ঔদ্ধত্যের বিচার হয়েছে, হচ্ছে।
সেই বিচারের পথ মসৃণ ছিলো না। এই একপক্ষের দুনিয়ার অনেক ক্ষমতাধর যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, দ- কার্যকর করার সময়েও ক্ষমতাধরদের ফোন এসেছে এই মানবতাবিরোধীদের রক্ষার জন্য, নিজ অবস্থান থেকে একটুও নড়েননি সেই ফোনে শেখ হাসিনা। যার পথে পথে গ্রেনেড বিছানো, তার তোয়াক্কা কীসের ওইসব মোড়লদের? তিনি অনড় ছিলেন, অনড় ছিলো বিচার ব্যবস্থা, সেই কারণেই আমাদের প্রজন্ম একটি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, ৭৫ পরবর্তী সময়ে ঘাতক দালাল আর তাদের ছানাপোনাদের ঔদ্ধত্য দেখেছি। নিজে হাতে সহযোদ্ধার লাশের শেষকৃত্য করেছি। সহযোদ্ধার রগকাটা শরীরের ফিনকি দেওয়া রক্ত দেখেছি। নিজামী আর মুজাহিদের গাড়িতে লাল সবুজ পতাকা দেখে অপমানিত হয়েছি। ভাবিনি, এই মাটিতে তাদের বিচার ও দ- কার্যকর হতে দেখবো। কিন্তু সেই আশা পূর্ণ হয়েছে। দেখেছি ঔদ্ধত্যদের চূড়ান্ত পরিণতি। দেখেছি ইতিহাস কীভাবে যার যা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দেয়। সেদিক দিয়ে অবশ্যই আমরা ভাগ্যবান, ইতিহাসের শোধবোধের ঘটনা দেখাটা অবশ্যই আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ ঘটনা। আর সেই ঘটনার ক্রেডিট অবশ্যই শেখ হাসিনার সরকারের। অভিনন্দন জানাই বঙ্গবন্ধুর সন্তানের প্রতি আমাদের প্রজন্মের পক্ষ থেকে। ইতিহাস নির্মোহ, ইতিহাস কাউকে ক্ষমা করে না, সেই সত্যিটা দেখার জন্যই হয়তো বেঁচেছিলাম, একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি। থাকতে চাই শেষ দেখা পর্যন্ত। খুব তো বেশি নয় চাওয়া। এমন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে সরকার এবং বিরোধীদলে থাকবেন মুক্তিযুদ্ধকে ধারণ করা রাজনৈতিক দল। এদেশে রাজনীতি করার অধিকার থাকবে না তাদের, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। যারা গণহত্যার সহায়তা করেছে আমার আপনার স্বজনদের। এটা কি খুব বড় চাওয়া? আমাদের বেঁচে থাকাটাও তো এই একটা স্বপ্ন নিয়ে। আমি আরও লাখো সন্তানের মতোই তাকে আম্মা ডাকতাম। ৫ মে ছিলো তার জন্মদিন। শুভ জন্মদিন আম্মা জাহানারা ইমাম। আমরা এখনো জেগে আছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়