শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয় বা আতঙ্কই বলি, তথাকথিত লকডাউনের প্রথম দিন থেকেই তা ছড়িয়ে দেওয়া জরুরি ছিলো

সাইফুদ্দিন আহমেদ নান্নু : ভয়ই বলি, আতঙ্কই বলি, তথাকথিত লকডাউনের (ছুটির) প্রথম দিন সেটা ছড়িয়ে দেওয়া জরুরি ছিলো। কিন্তু বাঙালি মনস্তত্ত্ব না বুঝে প্রথমেই বেছে নেওয়া হলো নরম পন্থার ভাষ্য। বলা শুরু হলো ভয় নয়, সচেতনতাই জরুরি। প্রভাবশালী প্রবীণ একজন ডাক্তারকে বিজ্ঞাপনে আনা হলো। তিনি মাথা দুলিয়ে বলতে শুরু করলেন, ‘করোনা তেমন কঠিন কোনো রোগ নয়। সাধারণ সর্দিজ্বরের মতোই, অধিকাংশ মানুষ এমনিতেই ভালো হয়ে যায়’। মাঝে ভোল বদলে কদিন অন্য বচন নিয়ে টিভিতে এসেছেন। আজ নতুন একজন টিভিতে এসেছেন প্রায় একই রকম ভাষ্য নিয়ে, সেখানেও করোনা যে ভীতিকর একটা রোগ তা বোঝার কোনো মেসেজ বা টোনই নেই। প্রথমেই ভয় বা আতঙ্ক ছড়ানোর কথা বলেছিলাম কারণ এই ভয়, আতঙ্ক না ছড়ানোর কারণে সিংহভাগ মানুষ করোনাকে কেয়ারই করলো না। রাস্তায়, টিস্টলে আড্ডা দিলো, ধুমছে বাজারে গেলো, দলে দলে জানাজার নামাজে এলো, জামাতে নামাজ পড়ার জন্য প্রায় জেহাদিজোশে তেতে উঠলো। আর আমাদের গার্মেন্ট মালিকরা শ্রমিকদের নিয়ে ইচ্ছামতো এখনো খই ভাজছেন। সব মিলিয়ে আমাদের সোকল্ড লকডাউন সহস্র ছিদ্রের ছাতায় পরিণত হয়ে গেছে।
এখন কেবল অপেক্ষা বিষবৃষ্টি ফোঁটা ফোঁটা নামবে নাকি মুষলধারায় নামবে সেটা দেখার জন্য বসে থাকা। আতঙ্ক ছড়ানো সুস্থতার কথা নয়। আমিও তা সমর্থন করি না। কিন্তু আমরা বাঙালিরা সুবোধ বচনে সোজা পথে হাঁটি না বলেই ভয় দেখানোর কথাগুলো বলেছি। এখনো মনে হয় সময় হয়তো কিছুটা আছে, শেষ চেষ্টা করে দেখতে পারেন মানুষকে সত্যিকার অর্থে লক করে ঘরে রাখা যায় কিনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়