শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পহেলা মে থেকে সুদানে নারী খৎনা দণ্ডনীয় অপরাধ

মাজহারুল ইসলাম : [২] সুদানের অন্তবর্তীকালীন সরকার দেশটিতে বছরের পর বছর ধরে চলা প্রথা ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) অর্থাৎ নারী খৎনা’ দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে।

[৩] বহু বছর ধরে সুদানে চলে আসছে বিভৎসা প্রথা নারী খৎনা। যার মাধ্যমে নারীদের ওপরের অথবা ভেতরের লেবিয়া এবং ক্লিট কেটে ফেলা হয়। আর তা যে অভিজ্ঞ ডাক্তার দিয়ে করা হয়, এমন নয়। এমন কাজে পারদর্শী গ্রামের কোনও নারীকে দিয়ে এটি করানো হয়ে থাকে। এ কারণে মূত্রনালীতে সংক্রমণ, জরায়ুর সংক্রমণ, কিডনির সংক্রমণ, সিস্ট, গর্ভধারণে অক্ষমতা ও ব্যথাযুক্ত শারীরিক সম্পর্কের মতো নানারকম সমস্যা দেখা দেয়।

[৪] জাতিসংঘের মতে সুদানের ১৪ থেকে ৪৯ বছর বয়সী যেকোনো নারীকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। ১৯৪৬ সালে দেশটি নারী খৎনা নিষিদ্ধ করে। ১৯৮৩ সালে প্রেসিডেন্ট জাফর নিমেরি ক্ষমতায় আসার পর এটি বিলুপ্ত করা হয়।

[৫] তখন এটার বিরুদ্ধে বিভিন্ন নারীবাদী সংগঠন তীব্র সমালোচনা ও বিরোধিতা করলেও কাজ হয়নি। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও দেশ সুদানের এই বর্বরোচিত প্রথার বিলুপ্তি ঘটানোর জন্য কাজ করে যাচ্ছিলো বহু বছর ধরে। অবশেষে তারা সফল হলো।

[৬] শুধু সুদানই নয়, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকার অনেক দেশে এই প্রথা চালু রয়েছে। সুদানের নারীদের তো মুক্তি মিললো, বাকি দেশগুলোর নারীদের মুক্তি হবে কবে। ইউনিসেফ, বিবিসি, দ্য গার্ডিয়ান সূত্র থেকে রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়