শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চালের দাম কমতে শুরু করেছে [২] বিভিন্ন পণ্যের দাম সহনীয় থাকলেও ইফতার সামগ্রী বেশি মূল্যে বিক্রি হচ্ছে

লাইজুল ইসলাম: [৩] শুক্রবার (১ মে) রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানাগেছে, ইফতারের পণ্যগুলোর কিছুটা দাম বেড়েছে।

[৪] বাজারে আজ ছোলা বিক্রি হয়েছে ৭৫-৮০, বেশন ১২০, মশুর ডাল ১৩০-১৩৫, মসুর (মোটা) ৯০ টাকা, খেসারি ডাল ১২০, ডাবরি ডাল ৫০ টাকা, অ্যাঙ্কর ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] কাঁচা সবজির মধ্যে লম্বা বেগুনের দাম অনেকটাই বেশি। কেজি প্রতি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। অবশ্য অন্য বেগুনগুলোর দাম আছে সহনীয়। আর বড় ও ভালো মানের লেবুর হালি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। শসা ৪০-৫০, কাঁচা মরিচ ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। ধনিয়াপাতা মুটা ১০, পুদিনা পাতা ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৬] প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৫-৩০, সিম ৩০-৪০, টমেটো ৩০-৪০, করলা ৩০-৪০, উস্তা ৩০-৩৫, গাজর ৩০-৪০, পেঁপে ২০-৩০, কচুর লতি ৪০-৫০, বড় কচু ৫০-৬০, মুলা ২০, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙা ৪০-৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০, প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি ৩০, প্রতিহালি কলা ১০ টাকায়।

[৭] প্রতি আঁটি কচু শাক ৮-১০, লাল শাক ১০, মুলা ১০, পালং শাক ১০, লাউ ও কুমড়া শাক ২০, পুঁই শাক ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

[৮] বিভিন্ন জাতের চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। করোনাভাইরাসের প্রভাব ও রমজানকে কেন্দ্রে করে দাম বেড়েছিলো চালের। এখন প্রতি কেজি চালে ২-৪ টাকা কমেছে।

[৯] গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০, মহিষের মাংস ৬০০, খাসির মাংস ৮০০, বকরি ৭৫০ টাকা কেজি দরে।

[১০] বয়লার বিক্রি হচ্ছে ১২০, বাজারভেদে লেয়ার ১৮০-২০০, সোনালি ২৪০ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ৯০ টাকা করে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়