শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামাল খাশোগজির বাগদত্তা বলেছেন, সৌদিকে মালিকানা দিলে ইংলিশ প্রিমিয়ার লিগকে ‘ব্যাপক দাগ দেবে’

শাহনাজ বেগম : [২] চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগজির বাগদত্তা হ্যাটিস সেনজিজ অভিযোগ করেছেন, ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার জন্য সৌদি সমর্থিত কনসোর্টিয়াম পিসিপি ৪৪৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে এতে মূলত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত। জামাল খাশোগজির হত্যার জন্য যে জবাবদিহিতার মুখোমুখি সে খেলাধুলায় এতটা জড়িত থাকতে পারে না। ইয়ন

[৩] মানবাধিকার লঙ্ঘণ করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নিতে প্রিমিয়ার লিগকে হাতিয়ার হিসাবে সৌদি প্রিন্স সালমানের এই পদক্ষেপ বলে সমালোচনা করেছেন তিনি। সিএনএন

[৪] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড উল্লেখ করে তাদের প্রস্তাবে সাড়া না দিতে প্রিমিয়ার লিগের প্রতি অনুরোধ জানায়। অ্যামনেস্টির যুক্তরাজ্য প্রধান কেট অ্যালেন জানান, নিউক্যাসেল কেনার অনুমোদন দিয়ে প্রিমিয়ার লিগ প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। ডয়চে ভেলে

[৫] ২০১৮ সালে সিআইএ খাশোগজি হত্যার তদন্ত শেষে বিন সালমান ব্যক্তিগতভাবে খাশোগির হত্যার আদেশ দেন বলে জানায়। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সালমান। ২০১২ সালের ডিসেম্বর মাসে সৌদি সরকার ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগগি হত্যার জন্য দোষী সাব্যস্ত করে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

[৬] ২০১৮ সালের ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন সৌদি বংশোদ্ভূত ওই সাংবাদিক। ঘটনার ১৮ দিন পর সৌদি আরব স্বীকার করে যে তিনি কনস্যুলেটের ভেতরেই মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়