শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি ও ’আইএলও’ দেয়া গাইড লাইন অনুযায়ী কারখানা চালান : ওয়ার্কার্স পার্টি

সমীরণ রায় : [২] পিয়ার রিভিউতে গণস্বাস্থ্যের কিটের উপযোগিতা প্রমাণিত হলে সরকার জনস্বার্থে অনুমতি দিতে পারে।

[৩] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, ২৫ এপ্রিল ব্যবসায়ীদের সংগঠন ’এফবিসিসিআই’ কর্তৃক চলমান সরকারি ছুটিতে কারখানা চালু করার সিদ্ধান্তের প্রেক্ষিতে গার্মেন্ট মালিকদের সমিতি তাদের কারখানা খোলার ঘোষণা দেয়। গত ২৬ এপ্রিল থেকে সীমিত পরিসরে প্রাথমিকভাবে সংগনিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানো ঘোষণার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই।

[৪] বিবৃতিতে বলা হয়, বিজিএমইএ'র বিজ্ঞপ্তিতে যেখানে বলা হলো কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিক ছাড়া দূর-দূরান্তে অবস্থিত শ্রমিকদের কাজে যোগ দেয়ার প্রয়োজন নেই। অথচ কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মোবাইলসহ নানা মাধ্যমে শ্রমিকদের কাজে যোগদানে নির্দেশ করেছেন এবং কাজে যোগ দিতে ব্যর্থ হলে মুজুরি কর্তন ও ছাঁটাইয়ের ভয় দেখিয়েছেন। ফলে গত ৪ঠা এপ্রিলের মতো করোনা সংক্রমণ বিস্তার হয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে। একই সঙ্গে চলমান সরকারি ছুটিতে কোন কারখানা লে-
অফ, শ্রমিক ছাঁটাই না করার সরকারের যে ঘোষণা, তা নজরদারি করতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

[৫] এতে বলা হয়, গণস্বাস্থ্যকেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট ব্যবহার ও সরবরাহ নিয়ে ডা. জাফরুল্লার গণস্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যে জটিলতা সৃষ্ট হয়েছে তা নিরসনে সরকার ও গণস্বাস্থ্য কতৃপক্ষ উভয়কে এর বৈধ বৈজ্ঞানিক বিধি রক্ষার্থে যে ৭টি প্রতিষ্ঠান এর সংগে সংশ্লিষ্ট তাদের যে কোন একটির মাধ্যমে ‘পিয়ার রিভিউ’ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ‘বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালইয়ের কোন বৈজ্ঞানিক প্যানেলের সহযোগিতা নেয়া যেতে পারে।

[৬] সোমবার এক বিবৃতিতে পার্টির পলিটব্যুরো সদস্যরা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়