মাহমুদুল আলম : [২] ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব এই সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, যদিও ভবিষ্যতে বৈশ্বিকভাবে কয়েক দফা কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঘটলে টিকা আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরব নিউজের বরাত দিয়ে ডিবিসি নিউজের করা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
[৩] ব্রিটেনে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে কোভিড -১৯ এ সংক্রমিত হয়ে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল টিকা উদ্ভাবনের দুটি গবেষণা প্রকল্পে চার কোটি ১০ লাখ পাউন্ড খরচের ঘোষণা দেয় দেশটি।
[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট ও লন্ডনের ইমপেরিয়াল কলেজ এই পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের ওপর অন্যান্য রোগে উদ্ভাবিত চিকিৎসা প্রয়োগ করা যায় কিনা; তা যাচাই করে দেখছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস।