মাজহারুল ইসলাম : [২] অক্টোবরের মধ্যে তারা এাট বাজারে আনতে চাইছে। পুনের এই সংস্থাটিকে আরও অনেকগুলি বিদেশি সংস্থার মতো উৎপাদন প্রকল্পের শরিক বানিয়েছে।
[৩] অতীতেও সিরাম ইউনিভার্সিটি অক্সফোর্ডের সঙ্গে যৌথ ভাবে ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি করেছিল। গত বৃহস্পতিবারই মানবদেহে ট্রায়াল হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের।
[৪] অক্সফোর্ডের গবেষকরা ৯০ শতাংশের বেশি নিশ্চিত তাঁদের তৈরি ভ্যাকসিনের সাফল্য নিয়ে।তাই আগেভাগেই শুরু হয়েছে উৎপাদন। যাতে বাজারে বিপুল জোগান অব্যহত রাখা যায়, তাই জন্যে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখছে এই সংস্থা। যাতে বাজারে বিপুল জোগান অব্যহত রাখা যায়, তাই জন্যে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখছে এই সংস্থা। নিউজ১৮বাংলা