ঢাকা কলেজ সংবাদদাতা : [২] চলমান করোনা সংকটাবস্থায় ঢাকা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ইফতার সামগ্রী দিয়েছে সোশ্যাল সাইন্স ক্লাব।
[৩] আজ রোববার দুপুরে ১২টার দিকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[৪] ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘চলমান করোনা মহামারিতে চরম সংকটে অসংখ্য দুস্থ ও অসহায় মানুষ। সেই চিন্তা থেকেই আমরা ঢাকা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছি। আমরা চাই কলেজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসুক।
[৫] এছাড়া দেশের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও দেশের বিভিন্ন স্থানে যারা কষ্ট রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।