শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন সংগঠণ মিলে অসহায় গরীব মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আরিফ হোসেন: [২] বন্দর নগরী চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ত্রাণ সহায়তা দিয়েছে চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। নগরীর আগ্রবাদ জেটি ১নং গেট এলাকায় সংগঠনটির পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। নিউজ ২৪

[৩] জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার পাঁচ হাজার হতদরিদ্র ও নিন্মবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।

[৪] বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রি দিয়েছে।

[৫] খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা, খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় কর্মহীন অসহায় মানুষ ঘরে ঘরে দরিদ্র জনগোষ্ঠীর হাতে ইফতার ও ত্রাণ সামগ্রী দিয়েছেন ।

[৬] মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনী, নিজেস্ব উদ্যোগে খাদ্য উপহার পেলেন তিন শতাধিক কর্মহীন পরিবার ।

[৭] দিনাজপুর চিরিরবন্দরে পূজা উদ্যাপন পরিষদ এর পক্ষ থেকে ৬শ পরিবারকে ত্রাণ সামগ্রি তুলে দেয় হয়।

[৮] পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালীতে করোনায় কর্মহীন হয়ে পড়া নদী পাড়ের শতাধিক সুবিধা বঞ্চিতদের খাদ্য সহায়তা দিয়েছেন ।

[৯] ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলার লালমোহনে ৬৫০ জন প্রান্তিক কৃষিকদের মাঝে উন্নত মানের সবজি বীজ ও সার বিতরণ করেছেন। চাষীদেরকে করোনা দুর্যোগকালীন বাড়ির আঙ্গিনায় এবং ঘরের আশে পাশে বেশি করে সবজি চাষ করার আহবান জানান।

[১০] লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন। নাটোরের লালপুরে করোনা কর্মহীন ২শত গরিব, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি তুলে দিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে নাটোরে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়জ্জিন ও খাদেমদের ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

[১১] সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙ্গামাটিতে ৫শ পরিবারের মাঝে খাদ্যশষ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়