মুসা আহমেদ : [২] করোনায় ব্যাপক ধস নেমেছে সৌদির তেল ব্যবসায়। চরম অর্থনৈতিক মন্দায় এ খাতে ঘাটতি কাটিয়ে উঠতে ৫৮ বিলিয়ন ডলার ঋণ করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার এসব তথ্য জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। ব্লুমবার্গ, রয়টার্স
[৩] স্থানীয় সংবাদমাধ্যমকে অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, চলতি বছরে ইতিমধ্যে ৩১.৮৮ বিলিয়ন ডলারের ঋণপত্র ইস্যু করেছে দেশটি। করোনায় তেলের ধরপতনের প্রভাব কাটাতে দেশটি আরো ২৬.৫৭ বিলিয়ন ডলার মূল্যের বন্ড ইস্যু করার চিন্তাভাবনা করছে।
[৪] তিনি আরো বলেন, অর্থনীতি বিশ্লেষকদের মতে, তেলের এমন দর সঙ্কট ইতিহাসে খুব একটা নেই। বিশ্বব্যাপী অতিরিক্ত সরবরাহের বিপরীতে কমেছে ৩০ শতাংশেরও বেশি চাহিদা। সৌদি আরবেও তার ব্যতিক্রম নয়।
[৫] সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, তেলের বাজারে সরবরাহ ছিলো চোখে পড়ার মত। কিন্তু ক্রেতা ছিলো চাহিদার তুলনায় বহুগুণে কম। অপরিহার্য এ সঙ্কটের কারণে মার্চে দেশটির সরকার ২০ শতাংশ ঘাটতি বাজেট করার সিদ্ধান্ত নেন।