শিরোনাম
◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় পাহাড়ি ভূমিতে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

রাজু আলাউদ্দিন : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর এলাকায় পাহাড়ি উঁচুভূমিতে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নির্দেশে অন্তত ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

[৩] শনিবার সকালে উপজেলা প্রশাসন এই সংক্রান্ত বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুর পাহাড়ি ভূমি বসবাসকারীদের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণক্রমে চলে যেতে বাধ্য করা হবে।

[৪] জানাগেছে, জয়পুরমুড়া নামক এলাকাটি পাহাড়ি এলাকার মত কিছুটা উচুস্থানে। হঠাৎ করে গত বৃহস্পতিবার এই মুড়ায় বড় ধরনের ফাটল দেখা দেয়। এতে জানমালে নিরাপত্তায় জয়পুর পাহাড়ি উঁচু ভূমিতে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

[৫] খবর পেয়ে শনিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জয়পুর পাহাড়ি উচু ভূমি (মুড়া) পরির্দশন করেন, এসময় তিনি জয়পুর গ্রামে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

[৬] এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, বৃষ্টির মৌসুম হওয়ায় পাহাড়ি ভূমিতে ফাটল দেখা দেয়ায় কিছুটা ঝুঁকি আছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মহোদয়কে জানানো হয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুর পাহাড়ি ভূমি (মুড়া) বস বাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। যাদের অন্যত্র থাকার জায়গা নেই তাদেরকে স্থানীয় বিদ্যালয় গুলোতে বসবাসের জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন, আইনমন্ত্রী মহোদয় ফোনে স্থানীয়দের অনেকের সাথে কথা বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে এই সমস্যার সমাধান করা হবে। সময় টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়