আসিফুজ্জামান পৃথিল: [২] করোনাভাইরাস মোকাবেলায় আফগানিস্থান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় মেডিক্যাল কোর পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্ডিয়ান ডিফেন্স
[৩] বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদনকে ভুল দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা মালদ্বীপ ও কুয়েতের অনুরোধে জয়েন্ট রেসপন্স টিম পাঠিয়েছি। এতে আছেন চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক। যারা কোভিড-১৯ রোগী সামলাতে দক্ষ। আমাদের কাছে বন্ধুরাষ্ট্রগুলো অনুরোধ করলে পাঠানো সম্ভব।’
[৪] ভারত সেনাবাহিনী পাঠাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো এই সংবাদ প্রকাশের পরই তা অস্বীকার করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্থান। এরপরই এলো এই বিবৃতি।