শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের রাবার বুলেটে বিজিবি সদস্য আহত

সিরাজুল ইসলাম: [২] বুড়িমারী স্থলবন্দর সীমান্তে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হন।

[৩] আহতরা হলেন- বুড়িমারী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়া, বুড়িমারী এলাকার মো. রশিদুল ইসলাম (৩৫), মো. আরেফ হোসেন (১৮), আজিজুল ইসলাম (৬০) ও ফিরোজা বেগম (৬৫)।

[৪] প্রত্যক্ষদর্শীরা লোকজন জানান, বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে আন্তর্জাতিক অভিবাসন চৌকির (আইসিপি) পাশ দিয়ে ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা কোম্পানির একটি পাথর ছুঁড়তে ছুঁড়তে বাংলাদেশের কমপক্ষে ১০০ গজ ভেতরে পাঠায়। এ সময় জিরোপয়েন্টে দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন বাধা দিলে তারা পিছু হটে। এরপর বিএসএফের ৭০-৮০ সদস্যর একটি দল আবারও ওই ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এতে বাধা দেয় বিজিবি ও সীমান্ত এলাকার মানুষর। পরে শটগানের অন্তত আট রাউন্ড গুলি ছুঁড়তে ছুঁড়তে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

[৫] বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএস এম নেওয়াজ বলেন, ওই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানো চেষ্টায় বাধা দিলে বিএসএফ সদস্যরা গুলি চালায়।

[৬] ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক বলেন, সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আমরা বিভিন্ন পয়েন্টে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়