শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বছরের পরীর ব্যাটিং দেখে ক্রিকেটের বাঘা বাঘা তারকারা মুগ্ধ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : [২] নামী-দামী তারকাদের কাছ থেকে প্রশংসা পাওয়াটা স্বপ্নে মতো ব্যাপার। কিন্তু ৭ বছর বয়সেই সে স্বপ্ন পূরণ হয়েছে পরী শর্মার। যার পরিচয় এখনো জানা যায়নি। কিন্তু তার ব্যাটিংয়ের ভিডিও দেখে প্রশংসায় মজেছেন ক্রিকেট দুনিয়ার সেলিব্রেটিরা।

[৩] টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, অফ স্টাম্পের বাইরে প্রতিটি বলের কাছে পা নিয়ে দারুণভাবে ড্রাইভ করছেন শিশু পরী। সঙ্গে চোখ জুড়োনো ফলো থ্রু। শর্ট বলেও দারুণ সপ্রতিভ। জায়গা করে ভারি ব্যাটটা দারুণভাবে ঘুরিয়েই করল পুল। পরী শর্মা যে সদ্য অঙ্কুরিত প্রতিভা, এ নিয়ে সন্দেহ নেই।

[৪] আর এই ভিডিও দেখে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ ও ভারতীয় অলরাউন্ডার শিখা পান্ডের মতো তারকারা।

[৫] পরীর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তার ব্যাটিংয়ের ভিডিও টুইট করে ক্যাপশনে ভন লিখেছেন, দেখুন...৭ বছরের মেয়ে...তার মুভমেন্ট, এর চেয়ে ভালো আর কিছু হয় না।' শাই হোপ করে লেখেন, বড় হয়ে পরী শর্মার মতো ব্যাট করতে চাই।

[৬] ভারতের নারী দলের অলরাউন্ডার শিখা পাণ্ডেকে টুইটারে ট্যাগ করে ভিডিওটি টুইট করেন এক অনুসারী। ক্যাপশনে লেখেন, এই মেয়েকে খুঁজে বের করতেই হবে। ফিরতি টুইটে শিখা বলেন, এর কাছ থেকে কিছু ক্লাসও করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়