এস এম নূর মোহাম্মদ : [২] স্বাস্থ্যবিধি মেনে জরুরি বিষয় শুনানির জন্য ঢাকার আদালতসমূহ আংশিকভাবে খুলে দিতে চিঠি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
[৩] বুধবার সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এই চিঠিটি প্রধান বিচারপতির দফতরে পাঠানো হয়।
[৪] চিঠির একটি অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইন মন্ত্রণালয়ের সচিবকেও দেওয়া হয়েছে।
[৫] চিঠিতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে আদালত বন্ধ রয়েছে। তাই কারাগারে থাকা বিচারপ্রার্থী আসামিরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিচারপ্রার্থী ব্যক্তিদের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এমতাবস্থায় আইনের শাসন ও বিচার ব্যবস্থার কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট আদালতসমূহ আংশিকভাবে হলেও খোলা রাখা প্রয়োজন।