ইসমাঈল হুসাইন ইমু: [২] রাজধানীর শ্যামবাজারে আমদানি করা আদা ও রসুনের এলসি দেখাতে না পারা ও বাড়তি মুনাফার জন্য মূল্য বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে শ্যামবাজারের আদা, রসুন ও পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
[৩] আব্দুল জব্বার মন্ডল বলেন, আমদানিকরা আদা ও রসুনের ক্রয়কৃত ক্যাশমেমো দেখাতে না পারা এবং কারসাজির মাধ্যমে অতি মুনাফা লাভের আশায় নিজের ইচ্ছেমতো আদা, রসুনের মূল্য নির্ধারণ করার অপরাধে আল ফায়েদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, নিউ খানজাহান আলী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা, জননী ভান্ডারকে ১০ হাজার টাকা এবং আব্দুল্লাহপুর আজমী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।