রাজু চৌধুরী- চট্টগ্রাম: [২] নগরীর বায়েজীদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বাগদাদ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
[৪] পুলিশ জানায়, আটকৃত মো. বিজয় (১৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানার দারোগা আলী বাড়ির মনির হোসেনের ছেলে।
[৫] সিএমপি বায়েজীদ থানার উপ-পিরদর্শক (এসআই) সুমন বড়ুয়া বলেন, বিজয় ভাসমান হিসেবে বসবাস করে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।