শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই অবসরে শুধু বাসাবাড়ি নয়, মনটাকেও পরিচ্ছন্ন করছি : নায়িকা সুবা

ইমরুল শাহেদ : [২] তোরে কতো ভালবাসি,  বসন্ত বিকেল’ ও ‘বদলা’ ছবির নায়িকা শাহ হুমায়রা সুবা গত মার্চের শেষ সপ্তাহ থেকেই বাসায় আছেন। তিনি শেষ শুটিং করেছেন আসলাম পরিচালিত ‘বদলা’ ছবির। সুবা বলেছেন, ‘সচেতন মানুষ হিসেবে আমি নিজেকে সময় দিচ্ছি। বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখছি। এই অবসরে বাড়িঘর নয়, নিজের মনটাকেও পরিচ্ছন্ন করছি এবং মনটাকে সুন্দর করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এই মহামারীর সংকট থেকে উত্তরণের জন্য সকলকে সচেতন থাকতে হবে।’

[৩] সুবাকে যখনই সেটে লোকেশনে দেখা গেছে তিনি আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটাতে পছন্দ করেন। করোনা সংকট দেখা দেওয়ার পর তিনি হঠাৎ করেই যেন থমকে গেছেন। আগের সেই চঞ্চলতা নেই তার মধ্যে। তার সারাদিন কিভাবে কাটে জানতে চাওয়া হলে তিন বলেন, ‘প্রতিদিন ফজরের নামাজ দিয়ে আমি দিন শুরু করি। নামাজের পর চা খেয়ে হালকা একটু ব্যায়াম করি।’ এছাড়া সুবার গান গাওয়ার অভ্যাস আছে। তিনি কিছুক্ষণের জন্য গানের রেওয়াজ করেন। তারপর নাস্তা খাওয়ার কাজ শেষ করেন।

[৪] এরপরই শুরু হয়ে যায় তার বাসার অন্যান্য কাজ। তিনি শাকসবজি নিজে হাতে কাটেন, ধোয়ার কাজ করেন, তারপর রান্না করনে। এসব করতেই জোহরের নামাজের সময় হয়ে যায়। দ্রুত গোসল সেরে নামাজ আদায় করেন। বিকেলের দিকে সিনেমা দেখেন, গান শোনেন বা বড় পড়েন।

[৫] এরপর মাগরেবের নামাজ শেষ করে হালকা নাস্তার পর টিভি দেখতে বসে যান। গুমানোর আগে পর্যন্ত সেটা চলতে থাকে। তিনি জানান, রাতে খাওয়ার পর হালকা হাঁটাহাঁটির - এরপর এগারটার মধ্যে ঘুমিয়ে পড়েন। তিনি বলেন, ‘বাসায় আছি সুস্থ আছি ভালো আছি। সবাইকে বলতে চাই আপনারা সবাই নিজেদেরকে নিয়ে এবং নিজেদের আপনজনদেরকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজেকে সময় দিন, বাসায় থাকুন এবং আল্লাহকে স্মরণ করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়