মুসা আহমেদ: [২]করোনায় চলমান লকডাউনে অর্থনৈতিক ব্যাপক মন্দা পরিস্থিতিতে হংকংয়ে বেড়েছে বেকারত্ব। ২০১০ সালের অক্টোবরের পর চলতি বছরের মার্চে সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে দেশটির বেকারত্ব। টানা বেকারত্বের হিসেবে ষষ্ঠবারের মত ঘটলো এটি। ব্লুমবার্গ
[৩] এ বিষয়ে অর্থনীতিবিদদের মধ্যে সমীক্ষা চালানো ব্লুমবার্গ জানায়, করোনার কারণে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে বেকারত্বের হার ৪ শতাংশ হবে বলে অর্থনীতিবিদরা ধারনা করলেও তা বেড়েছে ৪.২ শতাংশে। টানা তিন মাস অর্থনৈতিক মন্দা থাকায় এমনটি ঘটেছে। আগের দশকে সর্বোচ্চ বেকারত্ব ছিলো ২.১
শতাংশ।
[৪] দেশটির সরকারি এক বিবৃতিতে জানায়, করোনা পরিস্থিতিতে ডাকা লকডাউনের অনেক মানুষ কর্মহীন পড়ায় এ হার বেড়েছে। গেলো বছর বার্ষিক হিসেবে মোট কর্মসংস্থান কমেছে ৩.৬ শতাংশ। অন্যদিকে, কর্মক্ষম জনশক্তি বেড়েছে ২.২ শতাংশ। এ সাম্প্রতিক দুটি পরিসংখ্যানই এক দশকে সর্বোচ্চ রেকর্ড।
[৫] এক বিবৃতিতে দেশটির জনশক্তি বিভাগের সচিব ল চিকোয়ং জানান, বৈশ্বিক এ মহামারিতে অর্থনীতির ব্যাপক পতন হওয়ায় শ্রমবাজার কঠিন চাপে পড়ে যাবে। তবে এ থেকে উত্তরণের জন্য বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে কর্মসংস্থান সহায়তামূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া উচিত, যাতে করে কর্মীরা কাজে ফিরতে পারে।