আরিফ হোসেন: [২] করোনার প্রাদূভার্ব ঠেকাতে গত ৬ এপ্রিল ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা চরম অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। নিউজ ২৪
[৩] গত ৯ এপ্রিল কোয়ারেন্টাইনের এই দায়িত্বটি দেয়া হয় সেনাবাহিনিকে তত্বাবধানে। যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারত থেকে আসা ৪৩৭ জন কে সেনাবাহিনির মেডিকেল ইউনিট সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা তদারকি করছেন কোয়ারেন্টাইনের ব্যক্তিদের।
[৪] কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা পাচ্ছেন সামরিক সব সুযোগ সুবিধা। স্বজনদের সাথে যোগাযোগের জন্যেও তাদেরকে দেয়া হচ্ছে ওয়াইফাইসহ মোবাইল সুবিধা।
[৫] গেল ৬ এপ্রিল থেকে এ পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ৫৩৪ জন।