শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওষুধ রসায়ন খাতে অভিহিত মূল্যের উপরে ৯৪ শতাংশ কোম্পানির

মো. আখতারুজ্জামান : [২] পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩২টি কোম্পানি রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] জানা গেছে, এ খাতের কোম্পানির মধ্যে ৩০টি শেয়ার দর বর্তমানে অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে অবস্থান করছে।

[৪] অন্য ২টি কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। কোম্পানি দুইটির মধ্যে কেয়া কসমেটিকসের শেয়ার দর ২.৬০ টাকায় এবং বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৩.৪০ টাকায় অবস্থান করছে।

[৫] অভিহিত মূল্যের উপরে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। এ কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ৩ হাজার ১২৫.৫০ টাকায় অবস্থান করছে। এর পরেই অবস্থান করা গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন কোম্পানির শেয়ার দর রয়েছে ২ হাজার ৪৬.৩০ টাকায়। আর ১ হাজার ৫৬২.৫০ টাকা শেয়ার দর নিয়ে তৃতীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করছে মেরিকো বাংলাদেশ।

[৬] অভিহিত মূল্যের উপরে অবস্থান করারি কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এসিআই ফর্মূলেশন, একমি ল্যাবরেটরিজ, একটিভ ফাইন, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো, এম্বি ফার্মা, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, ইমাম বাটন, জেএমআই সিরিঞ্জ, কোহিনুর কেমিক্যাল, লিবরা ইনফিউশন, মেরিকো, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, রেকিট বেনকিজার, রেনেটা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, স্কয়ার ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়