শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওষুধ রসায়ন খাতে অভিহিত মূল্যের উপরে ৯৪ শতাংশ কোম্পানির

মো. আখতারুজ্জামান : [২] পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩২টি কোম্পানি রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] জানা গেছে, এ খাতের কোম্পানির মধ্যে ৩০টি শেয়ার দর বর্তমানে অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে অবস্থান করছে।

[৪] অন্য ২টি কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। কোম্পানি দুইটির মধ্যে কেয়া কসমেটিকসের শেয়ার দর ২.৬০ টাকায় এবং বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৩.৪০ টাকায় অবস্থান করছে।

[৫] অভিহিত মূল্যের উপরে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। এ কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ৩ হাজার ১২৫.৫০ টাকায় অবস্থান করছে। এর পরেই অবস্থান করা গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন কোম্পানির শেয়ার দর রয়েছে ২ হাজার ৪৬.৩০ টাকায়। আর ১ হাজার ৫৬২.৫০ টাকা শেয়ার দর নিয়ে তৃতীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করছে মেরিকো বাংলাদেশ।

[৬] অভিহিত মূল্যের উপরে অবস্থান করারি কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এসিআই ফর্মূলেশন, একমি ল্যাবরেটরিজ, একটিভ ফাইন, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো, এম্বি ফার্মা, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, ইমাম বাটন, জেএমআই সিরিঞ্জ, কোহিনুর কেমিক্যাল, লিবরা ইনফিউশন, মেরিকো, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, রেকিট বেনকিজার, রেনেটা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, স্কয়ার ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়