বিশ্বজিৎ দত্ত : [২] এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহŸায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ সামাজিক ক্ষেত্রে যেসব অগ্রগতি অর্জন করেছিল তা কমে যাবে।
[৩] দেশে যুবকদের মাদক গ্রহণ বাড়বে, বাল্যবিবাহ বাড়বে, স্কুল যাওয়া শিশুদের হার কমে যাবে, নারীর গর্ভধারণ বাড়বে। এবং যারা গত ১০ বছরে দারিদ্রসীমা থেকে বের হওয়ার পথে ছিলেন তারা দরিদ্র হয়ে যাবে। বেকারত্ব বাড়ছে।
[৪] তিনি বলেন, করোনায় সরকার বেসরকারি উন্নয়ন কর্মিদের সম্পৃক্ত করছে না। তাদের জাতীয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এরজন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
[৫] ত্রাণের স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় ঐক্য জরুরি। না হলে ত্রাণ লুটপাট বন্ধ করা যাবে না। ত্রাণের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি কাঠামো থাকতে হবে। না হলে একজনে ত্রাণ পাচ্ছে আরেক জন পাচ্ছেনা এ অবস্থার অবসান হবে না।
[ ৬] মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্যও ক্যাশ বরাদ্দ দিতে হবে। এরজন্য প্রয়োজন হবে জিডিপির ১ শতাংশ বরাদ্দ। প্রতি ২ মাস অন্তর প্রতি মধ্যবিত্তকে ৭ হাজার টাকা করে সহায়তা দেয়া দরকার।
[৭] কৃষিফসল পরিবহনে একটি ন্যাশাল ট্রান্সপোর্ট কনভয় তৈরি করার কথা বলেন। যাতে কৃষকরাও ন্যায্য মূল্য পান আবার স্বাস্থ্য বিধিও রক্ষা হয়। এর দ্বায়িত্ব সেনাবাহিনীকে দিতে সুপারিশ করেন তিনি। সম্পাদনা : রাশিদ