শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাসরি রপ্তানিমূখী পোশাক কারখানাগুলোতে মার্চের বেতন পায়নি ১,০১,৫০০ জন শ্রমিক [২] খোলা হয়েছে ১,৯২০,০০০ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট : বিজিএমইএ

শরীফ শাওন : [৩] বিজিএমইএ জানায়, ২,২৭৪ পোশাক কারখানার মধ্যে মার্চের বেতন পরিশোধ করে ২০৭১টি। এতে কর্মরত ২৪, ৭২,৪১৭ শ্রমিকের মধ্যে বেতন পেয়েছেন ২৩,৭০,৯১৭ জন। সংগঠনটির দাবি মার্চের বেতন পরিশোধ করেছে ৯১ শতাংশ কারখানা, পেয়েছেন ৯৫ শতাংশ শ্রমিক।

[৪] প্রতিকুল পরিবেশে বিজিএমইএর অক্লান্ত পরিশ্রমে এ সাফল্য এসেছে। করোনা প্রভাবে এ পর্যন্ত ২৭,০০০ কোটি টাকার কার্যাদেশ বাতিল বা স্থগিত হয়েছে। যা সংশ্লিষ্ট খাতের সামগ্রিকভাবে ৬ মাসের বেতনের সমতুল্য। আরো জানায়, বাকি কারখানাগুলোতে শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

[৫] বিজিএমইএর সদস্য ৪,৬২১টি কারখানার মধ্যে সরাসরি রপ্তানিকারক ২,২৭৪ প্রতিষ্ঠান থেকে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত এ হিসেব করা হয়। বাকি ২,৩৭৪টি কারখানার হিসেব দেয়নি সংগঠনটি।

[৬] সংগঠনটি জানায়, ৪ এপ্রিল থেকে দেশব্যাপী পোশাক কারখানা শ্রমিকদের বেতন দিতে খোলা হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। এ পর্যন্ত বিকাশে খোলা হয়েছে ৯,৭০,০০০টি, রকেট ৫,৫০,০০০ ও নগদ ৪,০০,০০০টি অ্যাকাউন্ট।

[৭] প্রণোদনার টাকা পাওয়ার শর্ত পুরনে খোলা হচ্ছে অ্যাকাউন্টগুলো। সেখান থেকে শ্রমিকদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়