শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বাভাবিকের তুলনায় করোনায় পুলিশের কাজের চাপ বেড়েছে

সুজন কৈরী : [২] করোনা সংক্রমণ রোধে প্রচার-প্রচারণা চালানোসহ জনসাধারণকে ঘরে রাখা, জীবানুনাশক ছিটানো ও দুঃস্থ ও গরীবদের খাবার দেয়াসহ নানাবিধ কাজ করতে হচ্ছে পুলিশকে। বিভিন্ন সড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম এবং দিন-রাত টহলও দিতে হচ্ছে। করোনা রোগীদের সেবায় কুইক রেসপন্স টিম গঠন করেছে পুলিশ।

[৩] ডিএমপির একাধিক কর্মকর্তা বলেন, স্বাভাবিক কাজের তুলনায় বর্তমানে কাজের চাপ প্রায় তিনগুণ বেড়েছে।

[৪] ঝুঁকি এড়াতে ডিএমপির থানাগুলোর মোট ফোর্সকে দুই ভাগ করা হয়েছে। একভাগ একসপ্তাহ করে দায়িত্ব পালন করছেন। আরেকভাগ থানা সংলগ্ন কোনো হোটেল বা স্কুল-কলেজে থাকছেন। সাতদিন পর দায়িত্বপালনকারী সদস্যরা হোটেলে চলে যান এবং হোটেলে থাকা সদস্যরা দায়িত্বে ফিরে আসেন।

[৫] রাজধানীর বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আমার থানার ফোর্সদের জন্য আফতাব নগরের একটি কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে।

[৬] ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লা হিল কাফী বলেন, সাতদিন পর দায়িত্ব পালনকারীরা হোটেলে যান। আর হোটেলে থাকা ফোর্সরা দায়িত্ব পালন করেন।

[৭] পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, পুলিশ সদস্যদের থাকার জন্য থানা এলাকায় অন্তত ২০টি আবাসিক হোটেলের রুম বরাদ্দ দেয়া হয়েছে।

[৮] মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা বলেন, ১০টি হোটেলে থানা পুলিশ ও বাকি ১৫টিতে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা একেকজন একটি কক্ষে থাকছেন। পুলিশ লাইন্স থেকে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়