শিরোনাম
◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল ◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বাভাবিকের তুলনায় করোনায় পুলিশের কাজের চাপ বেড়েছে

সুজন কৈরী : [২] করোনা সংক্রমণ রোধে প্রচার-প্রচারণা চালানোসহ জনসাধারণকে ঘরে রাখা, জীবানুনাশক ছিটানো ও দুঃস্থ ও গরীবদের খাবার দেয়াসহ নানাবিধ কাজ করতে হচ্ছে পুলিশকে। বিভিন্ন সড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম এবং দিন-রাত টহলও দিতে হচ্ছে। করোনা রোগীদের সেবায় কুইক রেসপন্স টিম গঠন করেছে পুলিশ।

[৩] ডিএমপির একাধিক কর্মকর্তা বলেন, স্বাভাবিক কাজের তুলনায় বর্তমানে কাজের চাপ প্রায় তিনগুণ বেড়েছে।

[৪] ঝুঁকি এড়াতে ডিএমপির থানাগুলোর মোট ফোর্সকে দুই ভাগ করা হয়েছে। একভাগ একসপ্তাহ করে দায়িত্ব পালন করছেন। আরেকভাগ থানা সংলগ্ন কোনো হোটেল বা স্কুল-কলেজে থাকছেন। সাতদিন পর দায়িত্বপালনকারী সদস্যরা হোটেলে চলে যান এবং হোটেলে থাকা সদস্যরা দায়িত্বে ফিরে আসেন।

[৫] রাজধানীর বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আমার থানার ফোর্সদের জন্য আফতাব নগরের একটি কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে।

[৬] ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লা হিল কাফী বলেন, সাতদিন পর দায়িত্ব পালনকারীরা হোটেলে যান। আর হোটেলে থাকা ফোর্সরা দায়িত্ব পালন করেন।

[৭] পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, পুলিশ সদস্যদের থাকার জন্য থানা এলাকায় অন্তত ২০টি আবাসিক হোটেলের রুম বরাদ্দ দেয়া হয়েছে।

[৮] মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা বলেন, ১০টি হোটেলে থানা পুলিশ ও বাকি ১৫টিতে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা একেকজন একটি কক্ষে থাকছেন। পুলিশ লাইন্স থেকে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়