ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বৃহস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্য সৈনিক প্রিন্স নিহত এবং অপর ২১ জন সেনাসদস্য আহত হওয়ায় ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
[৩] করোনা ভাইরাসের বিস্তাররোধে যখন পুলিশের সাথে যৌথভাবে লড়াই করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান তখন এ অনাকাঙ্খিত মৃত্যু ও হতাহতের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে।
[৪] নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে পুলিশ। পাশাপাশি আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য লাভ কামনা করেছে পুলিশ। সম্পাদনা : রাশিদ