স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের প্রভাব পড়লো এশিয়ার ফুটবলেও। যে কারণে জুন পর্যন্ত সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটির পরিচালনা পর্ষদ।
[৩] বিবৃতিতে এএফসি বলেছে, চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। এর আগে প্রাণঘাতী এ ভাইরাসের কারণে মার্চ ও এপ্রিলের সকল ম্যাচ স্থগিত করেছিল এএফসি। সূত্র, এএফসি ওয়েবসাইট