শিরোনাম
◈ ২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ ◈ টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন শিবলী আলম, প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে শপথ ◈ ইশরাককে শপথ না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, নাগরিক সেবা বন্ধের আল্টিমেটাম আন্দোলনকারীদের ◈ পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে ◈ একটা গুলি আমাগো জীবন তছনছ কইরা দিলো, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরমানের ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায় ◈ গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়? ◈ আমি নিজেও সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না: ইশরাক ◈ ‌লিও‌নেল মে‌সি সর্বকালের সেরা ফুটবলার, তালিকায় সেরা দশে আছেন যারা ◈ তিনজনকে থানা থেকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি ◈ চেন্নাইর বিরু‌দ্ধে জয় দি‌য়ে আই‌পিএল শেষ কর‌লো  রাজস্থান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনে ছোট উদ্যোক্তাদের অনুদান দিতে বললেন পিকেএসএফ চেয়ারম্যান

সাইদ রিপন : [২] করোনার প্রভাবে অনু উদ্যেক্তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখিন হবে। সারাদেশে মাইক্রো এন্টারপ্রাইজ প্রচুর হয়েছে। এটাতে একটা বড়ভাবে ধাক্কা লাগবে। এখানে সরকারকে নজর দিতে হবে। এসব উদ্যোক্তারা ঋণ নিয়েই ব্যবসা শুরু করে। এ পরিস্থিতিতে যদি ঋণ লাগে তাহলে তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে।

[৩] পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ এ কথা বলেন।

[৪] তিনি বলেন, সরাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদে তথ্য নিতে হবে। এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের কিছু তথ্য পিকেএসএফের কাছে এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছে কিছু তথ্য আছে এগুলো সব মিলিয়ে কাজ করতে হবে। আমাদের প্রবৃদ্ধির ভিতটা গ্রামীণ অর্থনীতিতে দাঁড়িয়ে আছে। এজন্য ছোট উদ্যোক্তরা যেভাবেই আছে তাদের ধরে রাখতে হবে।

[৫] পিকেএসএফ চেয়ারম্যান বলেন, করোনার প্রভাব কতদিন থাকবে সেটা বোঝা যাচ্ছেনা। তবে এভাবে যদি চলে তাহলে অত বেশি ক্ষতি হবে না, আমরা ঘুরে দাড়াবো। আমাদের মধ্যে একটা আন্তশক্তি আছে এমন দুঃসময়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে সেটা আমরা জানি।

[৬] তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সবাই এক হয়েছিল আবার ১৯৯৮ সালের বন্যাতেও সবাই এক হয়েছিল। এবারও আমি আশা করছি অন্যান্য বারের মতো সবাই এগিয়ে আসবে, সচেতন থাকবে। সরকারি প্রণোদনা যেটা আছে সেটা তো আছেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়