শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে করোনা সন্দেহে ৩২ ব্যক্তির নমুনা সংগ্রহ

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : [২]কক্সবাজারের টেকনাফে করোনা সন্দেহে ৩২ব্যক্তির নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেলে পাঠানো হয়েছে।টেস্টের পরে ২৭জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

[৩]নতুন করে আরো ৫জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

[৪]এ বিষয়টি নিশ্চত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন,জ্বর সর্দি, কাশি,গলা ব্যাথায় আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

[৫] পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে নিজ নিজ বাড়িতেই আলাদা করে রাখা হয়েছে।এই পর্যন্ত ৩২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ২৭ জনের রিপোর্ট এসেছে।বাকীদের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

[৬] এছাড়া ৯২জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।সার্বক্ষণিক কোন ধরণের খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।পাশাপাশি স্থাস্থ্যগত দিক দিয়ে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল তদারকি করবে।

[৭] তিনি আরও বলেন, উপজেলায় সামাজিক দুরত্ব বজায়,খুব বেশি প্রয়োজন ছাড়া অযথা ঘর থেকে বের না হওয়া,পৌর শহরসহ গ্রামঞ্চলের হাটবাজার গুলোতে টহল জোরদার করেছে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের সহায়তায় স্থানীয় প্রশাসন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়