সাইদ রিপন : [২] এর আগে গত ১৮ মার্চ সদস্য দেশগুলোর জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছিলো। কিন্তু করোনার প্রভাবে বিশ্ব তথা বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বিধায় আগের প্যাকেজের সাথে আরও ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার যুক্ত করে মোট ২০ বিলিয়নের প্যাকেজ ঘোষণা করলো সংস্থাটি।
[৩] সোমবার ফিলিপাইনের ম্যানিলার প্রধান কার্যালয় থেকে বিজ্ঞপ্তটি প্রকাশ করে এডিবি। বাংলাদেশের এডিবির অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর প্রভাবে এডিবির সদস্য দেশগুলো মারাত্বকভাবে অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবহার করা হবে। এ প্যাকেজের মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতের জন্য ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। এ প্যাকেজ থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ ও অনুদান দেয়া হবে। বেসরকারি খাতের উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সংস্থান রাখা হয়েছে।
[৫] প্রেস বিজ্ঞপ্তিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বলেছেন, এই মহামারী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অগ্রযাত্রায় বড় ধরনের আঘাত হানতে পারে। যার ফলে এই অঞ্চলের দারিদ্রতা আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।
[৭] এর আগে গত ৩ এপ্রিল এডিবি ঘোষণা করেছিল, এ অঞ্চলের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হবে বাংলাদেশের। তবে সোমবার সংস্থাটি জানায়, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে প্রবৃদ্ধি কমবে। ফলে এশিয়ার গড় প্রবৃদ্ধিও কমে যাবে।