শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরগী, হাঁস ও ডিম খাতে লস ৫০৩ কোটি টাকা: সব ধরনের সহযোগিতা দেয়া হবে, বললেন রেজাউল করিম

সুজিৎ নন্দী: [৩] খামারীরা একদিনের মুরগির বাচ্চা মাটিতে পুঁতে ফেলছে। দুধ ফেলে দেয়া হচ্ছে। ক্ষতির পরিমান প্রতিদিনই বাড়ছে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় যে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন, তা থেকে এই খাতের উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হবে। মন্ত্রী খামারিদের খামার বন্ধ না করে যেভাবে হোক চালু রাখার পরামর্শ দেন।

[৪] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, এক কেজি ব্রয়লার মুরগী উৎপাদন খরচ ৯৫ টাকা। বর্তমানে রিক্রি হচ্ছে ৭০ টাকা। এখন মোট উৎপাদনের দুই তৃতীয়াংশ বিক্রি হচ্ছে না।

[৫] অন্যদিকে সূত্র জানায়, প্রতিটি ডিম উৎপাদনে খরচ ৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ৪ থেকে ৫টাকা। এখন মোট উৎপাদনের এক তৃতীয়াংশ বিক্রি হচ্ছে। প্রতিদিন ৪ কোটি ৩০ লাখ ডিম উৎপাদন হয়। হ্যাচারি থেকে প্রতিদিন ২ কোটি ৭০ লাখ একদিনের বাচ্চা উৎপাদিন হয়।

[৬] পোল্টি ইন্ডাষ্ট্রিতে ১৬ দিনে খরচ হয়েছে ৪৫৮ কোটি টাকা। ফিড ইন্ডাষ্ট্রিতে এই সময় ক্ষতি ৭৫ কোটি টাকা। আর হাঁসের খামার ৭হাজার ৮৩১টি। মুরগীর ওষুধ খাতে লস ৮২ কোটি টাকা। রেজিষ্ট্রারকৃত ব্রয়লার মুরগীর খামার ৫৪ হাজার ৪৩১টি এবং লেয়ার মুরগীর খামার ১৮ হাজার ৯৬৪টি।

[৭] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আরো বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত নয়, সতর্ক হোন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখুন। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের সঙ্গে জড়িতরা উৎপাদন অব্যাহত রাখুন। সরকার সব প্রকার সহযোগিতা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়