দেবদুলাল মুন্না : [২] শনিবার রাত বারোটা একমিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে ফাঁসিতে ঝোলানো আব্দুল মাজেদের রোববার খবর প্রকাশ করেছে আরও এএফসি, এপি, পিটিআই, ডয়েচেভেলেসহ অনেক সংবাদমাধ্যম।
[৩] ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র হেডলাইন- ‘শেখ মুজিবুর রহমান: প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতিকে হত্যার দায়ে আর্মি অফিসারকে ফাঁসিতে ঝোলানো বাংলাদেশ’।
[৪] নিউইয়র্ক টাইমসের হেডলাইন- ‘স্বাধীনতা স্থপতি নেতার হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ’।
[৫] যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ সংস্থা- অ্যাসোসিয়েট প্রেস (এপি) এর হেডলাইন ‘শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর মৃত্যুদÐ কার্যকর করেছে বাংলাদেশ’। শেখ মুজিবুর রহমানের একটি ছবি দিয়ে এপি’র নিউজটি বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের অনলাইন সংস্করণে।
[৬] এএফপি ও এপির বরাত দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী মাজেদকে ফাঁসিতে ঝোলানোর খবর ছাপিয়েছে জার্মানির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়েচেভেলেও।
[৭] তুরস্কের ডেইলি সাবাহ, ভারতের এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের আরও অনেক উল্লেখযোগ্য সংবাদমাধ্যম বঙ্গবন্ধুর হত্যাকারী মাজেদের ফাঁসির সংবাদটি প্রকাশ করেছে।