শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় স্কুল ছাত্রসহ ২ জনের রিপোর্ট নেগেটিভ, ২জন আইসোলেশনে এবং জ্বর ও শ্বাসকস্টে ১জনের মৃত্যু

অমল তালুকদার, পাথরঘাটা প্রতিনিধি : [২[ জেলায় ১চাকুরিজীবী ও ১ স্কুল ছাত্রের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ২জনকে রাখা হয়েছে আইসোলেশনে। অপরদিকে জ্বর ও শ্বাসকস্ট নিয়ে ভবরঞ্জন(৬৫)নামের ১ব্যক্তি মারা গেছ।

[৩] মৃত ভবরঞ্জনের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তার বাবার নাম মৃত ভূবন মিস্ত্রি।
বৃহস্পতিবার ৯ এপ্রিল তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রায় দেড় ঘন্টা পর মারা যায় ভবরঞ্জন।

[৪] এর আগে বুধবার সকালে আরও দু’জন কে আইসোলেশনে রাখে পাথরঘাটা উপজেলা প্রশাসন।

[৫] মৃত ভবরঞ্জনের ছেলে সমীর জানান, তার বাবা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন। কিছু দিন আগে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা দেখেছিলেন। তখন পরিক্ষা করে টাইফয়েডের লক্ষন দেখে ইনজেকশন দেয়া হয়। কিন্তু তার বাবা সুস্থ হয়নি [৬] বরং শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। দু’দিন ধরে শ্বাসকষ্টে ভূগচিলেন তিনি । যেকারনে বৃহস্পতিবার সকালে নিয়ে এসে আবার এখানে ভর্তি করার পর করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে সাধারণ ওয়ার্ডে ভর্তি রাখা হয় তাদের। ভর্তির কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মারা যান তার বাবা।

[৭] বিষয়টি নিশ্চিত করেন জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার নাঈম আল মুরাদ। তিনি জানান, দীর্ঘ ৩ সপ্তাহ ধরে টাইফয়েড জ্বরে ভুগছেন ভবরঞ্জন মিস্ত্রী। সকালে হাসপাতালে আসার পরে করোনা পরিক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।

[৮] এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প. প. কর্মকর্তা ডাঃ আবুল ফাত্তাহ জানান, মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

[৯] অপরদিকে পাথরঘাটার ১ স্কুলছাত্র ও ১ সরকারি চাকুরিজীবীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর রিপোর্ট নেগিটিভ এসেছে বলে জানাগেছে। ওই ২জন প্রায় ১১দিন হোম কোয়ারেন্টাইনে অসুস্থ থাকায় সংক্রামন নির্ণয়ের জন্য গত ৩ এপ্রিল বিকেলে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআর বরাবরে পাঠান হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বুধবার রাতে স্কুলছাত্রসহ ওই দু'জনের করোনার নেগেটিভ রেপোর্ট আসে।

[১০] এপর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এখনও পাথরঘাটায় আইসোলেশনে রয়েছে ২জন। সংগ্রীহিত নমুনার বাকি রিপোর্ট আসার অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়