শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবিত্র শবে বরাতে মসজিদে না গিয়ে ঘরে থেকেই ইবাদত করার আহ্বান জানিয়েছেন জি এম কাদের

শাহীন খন্দকার : [২] পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় এ আহ্বান জানিয়েন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বার্তায় তিনি বলেন, মসজিদে না গিয়ে ঘরে থেকেই ইবাদতে মশগুল থাকুন পরম শ্রষ্টার।

[২] এই মহিমান্বিত রাত উপলক্ষ্যে আমি মোবারকবাদ জানাচ্ছি, বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি। এক প্রেসবার্তায় তিনি বলেন, শবে বরাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য অসীম মহিমাময় সৌভাগ্যের রাত। হাজার রাতের চেয়ে উত্তম এই রাতে রয়েছে মহান করুনাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ।

[৩] মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, তিনি যেন বৈশি^ক মহামারী কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসের ছোবল থেকে বাংলাদেশসহ সারা পৃথিবীকে রক্ষা করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সম্বৃদ্ধি নিশ্চিত করেন।

[৪] তিনি বলেন, আপনারা জানেন, কোভিড-১৯- এর মোকাবেলা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবাই অজানা এই রোগ হতে নিরাপদসহ মোকাবেলায় নিজ নিজ ঘরে থেকেই মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করুন।

[৫] জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেন, পরম সৌভাগ্য রজনী শবে বরাত আমাদের সামনে , আমাদের পরম করুণাময়ের নিকট কোভিড-১৯ থেকে পরিত্রানে মুক্তি চাই।

[৬] মহান আল্লাহ যেনো পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষণ করেন। তিনি যেন পূণ্যময় রাতে কবুল করেন আমাদের অকৃত্রিম ফরিয়াদ। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়