শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবে কাস্টমস ও ভ্যাট

তাপসী রাবেয়া : [২] দেশের সরকারি কর্মকর্তারা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন। এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

[৩] বিসিএস (কাস্টমস ও ভ্যাট) অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান ।তারা এরিইমধ্যে অ্যাসোসিয়েশনের একাউন্টে নিজেদের একদিনের বেতনের অর্থ জমা দিতে স্ব স্ব দপ্তর প্রধানকে অনুরোধ জানিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্তাও পাঠানো হয়েছে।

[৪] সেই বার্তায় বলা হয়েছে, ‘সরকার করোনাভাইরাসের ( কোভিড-১৯) সংক্রমণ রোধ করার লক্ষ্যে গত ২৬ মার্চ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন মজুর, রিকশা চালক, শ্রমজীবী অর্থাৎ নিম্ন আয়ের মানুষরা। আমাদের দায়িত্ব সামর্থ অনুযায়ী এ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী শিল্পখাতের জন্য গতকাল পর্যন্ত প্রায় ৭৩ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। ্যমে এ কাজে এগিয়ে আসছেন।’

[৫] এতে আরও বলা হয়, ‘আমাদের কাস্টমস ও ভ্যাট বিভাগও এসব নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আমরা আমাদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন অনুদান হিসাবে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কমিশনার, মহাপরিচালক ও প্রকল্প পরিচালকরা তাদের স্ব স্ব ভ্যাট কমিশনার, কাস্টম হাউস, অধিদফতর, পরিদফতর ও দফতরের কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের অনুদান সংগ্রহ করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অ্যাসোসিয়েশনের ব্যাংক একাউন্টে পাঠানোর ব্যবস্থা করবেন।

[৬]জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের অনুদানের অর্থ সংগ্রহের বিষয়টি সমন্বয় করবেন প্রথম সচিব (শুল্ক নীতি) নুরুল হুদা আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়