শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন মৃত্যুবরণকারীদের দুজন নারায়ণগঞ্জের, কোভিড-১৯ এখন এক স্থানে সীমাবদ্ধ নেই: আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুইজনই নারায়ণগঞ্জের। সোমবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এতথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের একজন এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৩] কয়েকদিন ধরে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছিল। সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এক সপ্তাহ আগেই তাকে শনাক্ত করেছিলাম। বাকি দুজন হাসপাতালে আসার পরপরই মারা গেছেন । ফ্লোরা আরো বলেন, এরইমধ্যে পুরো নারায়ণগঞ্জকে আমরা কোভিড-১৯ জন্য একটি হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। সেখানকার কোয়ারেন্টাইন শক্তিশালী করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। নারায়নগঞ্জের প্রশাসন আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।

[৪] কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, কোভিড-১৯ ভাইরাস এখন আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে। তিনি জানান, বাংলাদেশের ১৫টি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত তথ্য পাওয়া গেছে।

[৫] এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ জন। আর নতুন করে ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ১২৩ জন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়